• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬
কোটাবিরোধী আন্দোলন

দাবি আদায় না হলে ঘোষণা হবে হরতাল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৪, ০৬:১৪ পিএম
দাবি আদায় না হলে ঘোষণা হবে হরতাল

কয়েকদিন ধরে কোটাবিরোধী আন্দোলনে উত্তাল রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন এলাকা। দুপুর থেকে রাত পর্যন্ত কর্মসূচি পালন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুরুতে ছোট কর্মসূচি ঘোষণা করলেও বর্তমানে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছেন তারা। এতেও যদি দাবি আদায় করা না হয়, তাহলে আগামীতে হরতাল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (৮ জুলাই) সংবাদ প্রকাশের সঙ্গে এক আলাপকালে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

তিনি সংবাদ প্রকাশকে বলেন, “আমরা আমাদের দাবি জানিয়ে আসছি। আমাদের দাবি যৌক্তিক। আমরা আমাদের কর্মসূচি পালন করে যাবো। বাংলা ব্লকেড কর্মসূচি দিয়ে আমাদের দাবি আদায় না হলে আগামীতে হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে। এ নিয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। তবে আমরা আশাবাদী সরকার আমাদের দাবি মেনে নেবেন।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!