• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

‘সারা দিনই রাস্তায় থাকব, রাস্তায় খাব, বাসায় যাব না’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৩০, ২০২৪, ০১:৪৭ পিএম
‘সারা দিনই রাস্তায় থাকব, রাস্তায় খাব, বাসায় যাব না’
মেয়র আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, “ঈদের দিন ঢাকা উত্তর সিটিতে বর্জ্য অপসারণ করা হবে। এ জন্য আমি সারা দিনই রাস্তায় থাকব, রাস্তায় খাব। বাসায় যাব না। এতে আমি মনে করি, পরিচ্ছন্নতাকর্মীরা উদ্ধুদ্ধ হবে।”

বৃহস্পতিবার (৩০ মে) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) আয়োজিত কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে উত্তর সিটি মেয়র এসব কথা বলেন। তিনি আরও বলেন, “কোরবানির পশুর হাটে অনলাইনে হাসিল ও কেনাকাটা করা যাবে।”

আসন্ন ঈদুল আজহায় ঢাকায় ২৫ লাখ পশু জবাই করা হবে জানিয়ে উত্তর সিটি মেয়র বলেন, “পশু কোরবানির মাধ্যমে সারা দেশে ৭৫ হাজার কোটি টাকার লেনদেন হবে।”

মেয়র আতিক আরও বলেন, “আসন্ন কোরবানি উপলক্ষে ১০ লাখ ৪০ হাজার পলিব্যাগ দেওয়া হবে পশুর বর্জ্য ব্যবস্থাপনায়। বাড়ি বাড়ি গিয়ে এই পলিব্যাগ বিতরণ করা হবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!