• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন মেয়র খালেক-লিটন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪, ০৮:০১ পিএম
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন মেয়র খালেক-লিটন
তালুকদার আব্দুল খালেক ও এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ফাইল ফটো

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) তাদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত হবেন।

আর তাদের সম্মানিভাতা ও অন্যান্য সুবিধা স্থানীয় সরকার আইন (সিটি করপোরশন), ২০০৯ অনুযায়ী নির্ধারিত হবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!