• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

বেনাপোল এক্সপ্রেসে আগুন : বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া গেছে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪, ০৩:০০ পিএম
বেনাপোল এক্সপ্রেসে আগুন : বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া গেছে
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ছে ট্রেন। ছবি : সংগৃহীত

রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

হারুন অর রশীদ বলেন, “বিএনপির ১০ থেকে ১১ জন ট্রেনে আগুন লাগার আগে ভিডিও কনফারেন্স করেন। সেখানে তারা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু পরিকল্পনা করেন।”

এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৮টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় চারজন নিহত হয়েছেন।

এছাড়া শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দুই শিশুসহ আটজন চিকিৎসাধীন আছেন। শ্বাসনালি পুড়ে যাওয়ায় তাদের সবার অবস্থাই শঙ্কাজনক। একইসঙ্গে তারা মানসিক ট্রমায় আছেন।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!