• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

জেনেভা ক্যাম্পে দুপক্ষের গুলি, নিহত ১


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০৮:১১ এএম
জেনেভা ক্যাম্পে দুপক্ষের গুলি, নিহত ১

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে শাহনেওয়াজ ওরফে কাল্লু (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানায় ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মনিরুজ্জামান বলেন, “বিষয়টি জানার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের টিম পাঠানো হয়েছে।”

সূত্র জানিয়েছে, মাদক চোরাকারবারিদের দুপক্ষের গুলি চলাকালে কাল্লু আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

Link copied!