• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

শামসুজ্জামান দুদুর কারামুক্তিতে বাধা নেই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৪:৪৮ পিএম
শামসুজ্জামান দুদুর কারামুক্তিতে বাধা নেই
আদালত প্রাঙ্গণে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টন থানার আলাদা পৃথক তিন মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত।

গত ১৮ ফেব্রুয়ারি একই আদালত দুদুর আরও পাঁচ মামলায় জামিনের আদেশ দেন।

তথ্যটি নিশ্চিত করে দুদুর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে জানান, নতুন করে এই তিন মামলায় জামিন হওয়ায় সবগুলো মামলাতেই তার জামিন মঞ্জুর হলো। তাই কারামুক্তিতে তার আর কোনো বাধা রইল না।

এর আগে গত ৫ নভেম্বর রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল শামসুজ্জামানের বড় বোনের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন দিন রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!