• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

সাকিব- মাশরাফির আসনে ১৬ প্রার্থী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩, ০১:০০ এএম
সাকিব- মাশরাফির আসনে ১৬ প্রার্থী

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ নির্বাচনে লড়ছেন। ভোটের মাঠে এই দুই  হেভিওয়েট প্রার্থীর বিপরীতে লড়াই করতে চান ১৬ প্রার্থী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, নড়াইল-২ আসনে মাশরাফির বিপরীতে ৯ জন ও সাকিব আল হাসানের বিপরীতে ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইসির জনসংযোগ পরিচালক মো. জাহাংগীর আলম জানান, দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ সংসদীয় আসনের জন্য আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। শেষ দিনে ২ হাজার ৭৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মোট ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল থেকে এ মনোনয়ন দাখিল করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!