• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

৮-১৪ নভেম্বর শাহজালালের রানওয়ে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৯:১৪ পিএম
৮-১৪ নভেম্বর শাহজালালের রানওয়ে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে আগামী ৮-১৪ নভেম্বর পর্যন্ত প্রতি রাতে সাড়ে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে।

সোমবার (৪ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।

কামরুল ইসলাম বলেন, “আগামী ৮-১৪ নভেম্বর, এই ৭ দিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়ে মেরামতের কাজ চলবে। এতে রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সকল এয়ারলাইনস ও সংস্থাকে জানাতে ইতোমধ্যেই নোটাম জারি করা হয়েছে।”

বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলেন, “ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ সংক্রান্ত সকল এয়ারলাইনস ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।”

যাত্রীদের তাদের নিজ নিজ ফ্লাইট সূচি সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে এবং যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

Link copied!