• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৫

বিএনপি ফাউল করলে লাল কার্ড দেখানো হবে : কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৬:১৬ পিএম
বিএনপি ফাউল করলে লাল কার্ড দেখানো হবে : কাদের
বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে ওবায়দুল কাদের। ছবি-সংবাদ প্রকাশ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপির বিরুদ্ধে খেলা হবে। ফাউল করলে হলুদ কার্ড, এরপর লাল কার্ড দেখানো হবে।”

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “নতুন একটা খবর আছে। এতদিন ধরে বিএনপি জো বাইডেনের দিকে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রীর জি-২০ সফর সফল হয়েছে। জো বাইডেন নিজে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবি তুলেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সেই ছবি দেখে বিএনপির পশ্চাৎযাত্রা শুরু হয়েছে।”

সেতুমন্ত্রী বলেন, “বিএনপির মিছিল-আন্দোলনে জনগণ নেই। আমেরিকাও মুখ ফিরিয়ে নিয়েছে। বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করে আওয়ামী লীগ সবার সঙ্গে বন্ধুত্ব করতেই পছন্দ করে।”

ওবায়দুল কাদের বলেন, “সারা দেশে মিথ্যার মহামারি ডেকে এনেছে বিএনপি। বিএনপির আন্দোলন সব ভুয়া। তাদের বিরুদ্ধে খেলা হবে, কত ধানে কত চাল তখন দেখা যাবে। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে। শান্তি সমাবেশ আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।”

ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসছেন জানিয়ে কাদের বলেন, “দেশিদের আগমন আওয়ামী লীগের জন্য সবুজ সংকেত। বিএনপি ওপরে ওপরে আন্দোলন করে তলে তলে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন না করলে তারেক রহমান মনোনয়ন বাণিজ্য কীভাবে করবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!