• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

জবাবদিহিমূলক পুলিশ বাহিনীর জন্য কমিশন গঠনের সুপারিশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৮:১০ পিএম
জবাবদিহিমূলক পুলিশ বাহিনীর জন্য কমিশন গঠনের সুপারিশ
ফাইল ছবি

প্রভাবমুক্ত ও জবাবদিহিমূলক পুলিশ বাহিনীর জন্য একটি নিরপেক্ষ প্রভাবমুক্ত ‘পুলিশ কমিশন’ গঠনের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার কাছে পুলিশ সংস্কার কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে।

সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়েছে, পুলিশ সংস্কার কমিশন সামগ্রিক বিষয় কর্তব্যে নিয়ে একটি নিরপেক্ষ প্রভাবমুক্ত ‘পুলিশ কমিশন’ গঠনের বিষয়ে নীতিগতভাবে ঐকমত্য পোষণ করে।

প্রস্তাবিত পুলিশ কমিশন আইনের আওতায় অন্তর্ভুক্ত একটি সংবিধিবদ্ধ সংস্থা হবে নাকি সাংবিধানিক কাঠামোভুক্ত একটি প্রতিষ্ঠান হবে, তা সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে হওয়া বাঞ্ছনীয়।

এ ছাড়া পুলিশ কমিশনের গঠন, কার্যপরিধি, সাংবিধানিক বা আইনি বাধ্যবাধকতা, আইনে অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়াদি বিচার-বিশ্লেষণ ও যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন।

Link copied!