• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

‘ডিএসসিসির সব ওয়ার্ডে গণশৌচাগার নির্মাণ করা হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ০২:২১ পিএম
‘ডিএসসিসির সব ওয়ার্ডে গণশৌচাগার নির্মাণ করা হবে’
গণশৌচাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ওয়ার্ডে গণশৌচাগার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বংশালের নয়াবাজার এলাকায় একটি গণশৌচাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকার জনবহুল এলাকায় পর্যাপ্ত গণশৌচাগার নির্মাণ করা হবে জানিয়ে শেখ ফজলে নূর তাপস বলেন, “সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে শৌচাগার অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। বিশেষ করে কর্মজীবী নারীদের জন্য এটি বেশি প্রয়োজন। তাই প্রতিটি ওয়ার্ডের যেখানে প্রয়োজন, আমরা সেখানে নতুন করে গণশৌচাগার নির্মাণ করছি। যাতে সাধারণ মানুষ সেবা পেতে পারে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, “আমি দায়িত্ব নেওয়া পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬টি গণশৌচাগার ছিল। এরমধ্যে অনেকগুলো বন্ধ অবস্থায় ছিল। দখল ছিল, আমরা সেসব দখলমুক্ত করে চালু করেছি। অনেকগুলো সংস্কার না হওয়ায় দীর্ঘদিন বন্ধ ছিল। সেগুলোও আমরা চালু করেছি। নতুন করে আমরা নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি।”

ফজলে নূর তাপস আরও বলেন, “প্রতি ওয়ার্ডে যাতে প্রয়োজন অনুযায়ী অন্তত একটি করে চালু করা যায় সেটা আমাদের প্রাথমিক কাজ। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী আমরা এটি আরও বৃদ্ধি করব।”

Link copied!