• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মানবতাবিরোধী অপরাধে বন্দী সুরত আলী মারা গেছেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৮:৫৮ পিএম
মানবতাবিরোধী অপরাধে বন্দী সুরত আলী মারা গেছেন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বন্দী মো. সুরত আলী (৭৩) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টায় ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ২ সেপ্টেম্বর তাকে অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

এর আগে গত ২১ আগস্ট দুপুর ২টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 

Link copied!