• ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২, ২৮ রবিউস সানি ১৪৪৭

‘অনুমোদনবিহীন ইজিবাইক-নসিমন নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ০৯:২১ পিএম
‘অনুমোদনবিহীন ইজিবাইক-নসিমন নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে’

অনুমোদনবিহীন ইজিবাইক, নসিমন ও করিমন নিয়ন্ত্রণে নীতিমালা করা হচ্ছে। এ নীতিমালা চূড়ান্ত হলে এসব যানবাহনের অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য বেনজীর আহমদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ওবায়দুল কাদের বলেন, “বর্তমানে (৩১ ডিসেম্বর ২০২২) বিআরটিএ-র অনুমোদিত (রেজিস্ট্রেশন করা) গাড়ির সংখ্যা ৫৫ লাখ ৮২ হাজার ৩১০টি। বর্তমানে অনুমোদনবিহীনভাবে ইজিবাইক, নসিমন, করিমন, ভটভটি প্রভৃতি যানবাহন রাস্তায় চলাচল করছে। এ ধরণের যানবাহন নিয়ন্ত্রণের জন্য একটি নীতিমালার খসড়া তৈরি করা হয়েছে।”

নীতিমালা চূড়ান্ত হলে এ ধরণের যানের অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!