• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

উন্নয়নের জন্য যানজট হজম করতে বললেন পরিকল্পনামন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ০২:২০ পিএম
উন্নয়নের জন্য যানজট হজম করতে বললেন পরিকল্পনামন্ত্রী
ছবি : সংগৃহীত

উন্নয়নের জন্য এখন একটু যানজট হজম করতে হবে বলে জানিয়েছেন  পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ঢাকা শহরের অসহনীয় যানজট প্রসঙ্গে তিনি বলেছেন, “আমরা উন্নয়ন চাই। কিন্তু উন্নয়নের ব্যথা সহ্য করতে পারি না। কিছুদিন পরই এর সুবিধা পাবেন।”

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ উন্নয়ন সংলাপে তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, “ভারত ও থাইল্যান্ডের ট্র্যাফিক পরিস্থিতি ভয়াবহ ছিল। কিন্তু এখন নেই। আমাদের সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

ব্র্যাক ব্যাংক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সংলাপের আয়োজন করে সোশ্যাল ইনোভেশন ফর ডেভেলপমেন্ট নামের একটি বেসরকারি সংস্থা।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, “ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়ছে জ্বালানি তেলের সরবরাহ ও দামে।”

এ ছাড়া দেশের নিত্যপণ্যের বাজার ও সার্বিক মূল্যস্ফীতিতে নতুন করে অস্থিরতা ছড়ানোর শঙ্কা দেখছেন আতিউর রহমান।

Link copied!