• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মেরাদিয়ায় যাত্রীবাহী বাসে আগুন, দগ্ধ ১


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩, ১০:৩৭ এএম
মেরাদিয়ায় যাত্রীবাহী বাসে আগুন, দগ্ধ ১

রাজধানীর মেরাদিয়ায় অছিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তকারীরা। এতে সবুজ মিয়া (৩০) নামের এক পরিবহন শ্রমিক দগ্ধ হয়েছেন। অগ্নিসংযোগের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

সবুজ মিয়ার স্বজনরা জানান, রমজান পরিবহনের বাসচালক সবুজ মিয়া। সকালে তিনি অছিম পরিবহনের বাসে করে তার গন্তব্যে যাচ্ছিলেন। পথে এক দুর্বৃত্ত বাসে উঠেই এর গেটের পাশে আগুন ধরিয়ে দেয়। তখন বাস থেকে নামতে গিয়ে সবুজের শরীরে আগুন ধরে যায়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে স্বজনরা তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করান।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সবুজের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে ভর্তি রাখা হয়েছে।

Link copied!