• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

আজ থেকে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৩, ১১:৪৪ এএম
আজ থেকে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ

খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধে সরকার সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে আজ (১ আগস্ট)। মঙ্গলবার থেকে বাজারে আর মিলবে না এই তেল। শিল্প মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত কার্যকর করতে মাঠে থাকবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এর আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান জানিয়েছিলেন, বিক্রির সময় ওজনে কম দেওয়া, ভেজাল বন্ধ  এবং পুষ্টির মান বজায় রাখার লক্ষ্যে ১ আগস্ট থেকে খোলা সয়াবিন তেল বিক্রির অনুমতি দেওয়া হবে না।

এ এইচ এম শফিকুজ্জামান আরও জানান, প্রাথমিকভাবে সয়াবিন তেলের ক্ষেত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য ভোজ্যতেলের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা আসবে।

চলতি বছরের জানুয়ারি থেকেই খোলা সয়াবিন তেল বিক্রিতে নিষেধাজ্ঞা কার্যকরের কথা থাকলেও স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতার কারণে তা পিছিয়ে যায়।

আগস্টের শুরু থেকেই নিষেধাজ্ঞা কার্যকরে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় সম্মত হয়েছে বলে জানিয়েছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক।

বর্তমানে দেশের মোট ভোজ্যতেলের চাহিদার ৩০ শতাংশ পূরণ করে সয়াবিন তেল। বাকি ৭০ শতাংশ পাম, সুপার পাম ও সরিষার তেল দিয়ে পূরণ করা হয়।

দেশের বাজারে বিক্রি হওয়া মোট সয়াবিন তেলের অর্ধেক বিক্রি হয় বোতলজাত অবস্থায়। বাকি অর্ধেক খোলাভাবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!