• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

‘অনলাইনে পশু কেনাবেচায় প্রতারণা করলে কঠোর ব্যবস্থা’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৬, ২০২৩, ০২:৫৩ পিএম
‘অনলাইনে পশু কেনাবেচায় প্রতারণা করলে কঠোর ব্যবস্থা’

অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় কেউ প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়া‌রি উচ্চারণ ক‌রে‌ছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সোমবার (২৬ জুন) গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

খন্দকার আল মঈন বলেন, “পশুর হাটে দালাল, প্রতারক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়েছে। ৫০ লাখ টাকা জাল নোট জব্দ এবং এর সঙ্গে জড়িতদেরও আটক করা হয়েছে।”

তিনি আরও বলেন, “হাসিলের নামে কোনো হাটে বাড়তি টাকা নিলে সংশ্লিষ্ট হাট ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!