• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

দুবার চেষ্টা করেও কার্যালয়ে ঢুকতে পারেননি ওবায়দুল কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ০৩:২৯ পিএম
দুবার চেষ্টা করেও কার্যালয়ে ঢুকতে পারেননি ওবায়দুল কাদের
ছবি : সংবাদ প্রকাশ

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে আসা কর্মীদের উপচে পড়া ভিড়ে দুইবার চেষ্টা করেও দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে পারেননি দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৯ নভেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় নেতারা জানান, রোববার দুপুর ১২টায় ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন দলের সাধারণ সম্পাদক। কিন্তু দলীয় মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে আসা কর্মীদের উপচে পড়া ভিড়ে কার্যালয়কে ঘিরে থাকে। এ সময় ওবায়দুল কাদেরের গাড়ি ভিড় ঠেলে সামনে যেতে পারেনি। পরে বাধ্য হয়ে কার্যালয়ে প্রবেশ না করেই ফিরে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

কিছুক্ষণ পর আবারও কার্যালয়ে আসার চেষ্টা করেন ওবায়দুল কাদের। সে বারও ব্যর্থ হয়ে ফিরে যেতে হয় কাদেরকে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!