বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “কেউ যাতে দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেটা আমাদের একমাত্র লক্ষ্য।”
সোমবার (২৬ ডিসেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রথম সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “বিএনপি-জামায়াত আবার ক্ষমতা এলে বাংলাদেশ পিছিয়ে যাবে। দেশের আর উন্নত হবে না। দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে। কেউ বিশৃঙ্খলা করলে আওয়ামী লীগ বসে থাকবে না।”
এ সময় বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা তুলে ধরেন শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা করা হলে আওয়ামী লীগ বসে থাকবে না। তাদের (বিএনপিকে) আর কোনো ক্ষমা করা হবে না, তাদের কীসের ক্ষমা।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমার পরিষ্কার কথা, প্রত্যেকটা এলাকায় নেতাকর্মীরা মাঠে থাকতে হবে। আর আমাদের যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের বলতে হবে, তারা কি শান্তিতে থাকতে চায়? নাকি আবার অশান্তিকে জায়গা দিতে চায়। তাদের সিদ্ধান্ত দিতে হবে।”
শেখ হাসিনা বলেন, “জ্বালাও পোড়াও, হত্যা, খুন, মানি লন্ডারিং এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশের মানুষের শান্তিকে বিনষ্ট করতে দেওয়া হবে না। সবাই প্রস্তুত থাকবেন, বাংলাদেশের কোনো মানুষের একটা ক্ষতিও যেন করতে না পারে।”
প্রধানমন্ত্রী বলেন, “দোকানপাটে সবাইকে বলে দেবেন তারাও যেন প্রতিবাদ করে। এর আগে বহু যন্ত্রণা দিয়েছে তারা। আমরা অনেক সহ্য করেছি। এভাবে আমার কৃষক শ্রমিক আমাদের নেতাকর্মী কারও গায়ে হাত দিলে আর ক্ষমা নাই।”