• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

ইভিএমের নতুন প্রকল্প স্থগিত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ০২:০৭ পিএম
ইভিএমের নতুন প্রকল্প স্থগিত

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) নতুন প্রকল্পের কার্যক্রম প্রক্রিয়া স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেছেন, “পরিকল্পনা কমিশন সিদ্ধান্ত জানিয়েছে ইভিএম প্রকল্পটি বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা এবং বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপাতত প্রক্রিয়াকরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সোমবার (২৩ জানুয়ারি) তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মো. জাহাংগীর আলম বলেন, “এই মুহূর্তে প্রকল্পটি প্রক্রিয়াকরণ হচ্ছে না।”

এদিকে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, “ইভিএমের নতুন প্রকল্পের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করা হবে না। ফেব্রুয়ারিতেই ইভিএম ও ব্যালট পেপারে ভোট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে এসব বলেন তিনি।

ইভিএমের নতুন প্রকল্প পাস হলেও ১৫০ আসনে তা ব্যবহার করা যাবে কি না, জানতে চাইলে আনিছুর রহমান বলেন, “সেটা এখনই বলা যাবে না। ফেব্রুয়ারির ১ তারিখে কয়েকটি সংসদীয় আসনে উপনির্বাচন আছে। তারপর বসে কতটি আসনে ব্যালট আর কতটি আসনে ইভিএম ব্যবহার করা হবে, তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের কাছে যে ইভিএম আছে, সেগুলোর কিউসি করা হচ্ছে।”

Link copied!