ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারকে ভারতের কলকাতায় পরিকল্পিতভাবে খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলা করা হয়েছে।
বুধবার (২২ মে) রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলাটি করেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
তথ্যটি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী।
আহাদ আলী বলেন, “অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়েছে (মামলা নম্বর-৪২)। এখন তদন্ত করে আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।”
এমপি আনার সংসদ ভবন এলাকায় থাকতেন। সেখান থেকে তিনি ভারতে গেছেন। তাই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ এমপি আনারের মেয়ে ডরিনকে শেরেবাংলা নগর থানায় মামলা করতে বলেন।
এদিন দুপুরে বাবার হত্যাকাণ্ডে জড়িত সবার বিচার চেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, “এই হত্যা কারা করেছে? কেন করেছে? আমি এটার শেষ পর্যন্ত তদন্ত চাই, তাদের ফাঁসি চাই, আমি এতিম হয়ে গেছি। আমি স্বচক্ষে হত্যাকারীদের ফাঁসি দেখতে চাই।”
এর আগে বুধবার (২১ মে) ভারতের নিউটাউনের সঞ্জীবা গার্ডেনে এমপি আনারের মরদেহের অংশ উদ্ধার করা হয়। তবে এখনো শরীরের বাকি অংশ উদ্ধার হয়নি। এই ঘটনায় ডিবি পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




-20251027102457.jpeg)
























