• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

সালামকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৩, ০৩:১৭ পিএম
সালামকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় গুলশানে সাহাবউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে যান তিনি। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

এ সময় মির্জা ফখরুল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে সালামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এর আগে গত বৃহস্পতিবার শরীরে প্রচণ্ড জ্বর অনুভব করলে রাত ১১টায় সালামকে গুলশান সাহাবউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!