• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মন্ত্রীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ০৩:১৩ পিএম
রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মন্ত্রীর

যেসব রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠাতে মেডিকেল ও অন্যান্য খরচ বাবদ বেশি অর্থ নিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইমরান আহমেদ বলেন, “সরকার মালয়েশিয়াতে কর্মী প্রেরণের অভিবাসন ব্যয় ৭৮ হাজার ৯০০ টাকা নির্ধারণ করেছে। যারা এর বেশি নেবে প্রয়োজনে তাদের রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে।”

ইমরান আহমেদ আরও বলেন, “গত এক বছরে দেশ থেকে ১১ লাখ কর্মী বিদেশে পাঠানো হয়েছে। আগামীতে কর্মী পাঠানোর আগে সেসব দেশের মজুরি কাঠামো ও কর্মী নিরাপত্তা বিষয়টি বিশেষভাবে পর্যালোচনা করা হবে।”

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যমতে, গত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় গেছেন ৫ হাজার ২৮২ জন।

Link copied!