• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩, ১২:১০ পিএম
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

রাজধানীর মিরপুরে চাঁদা দিতে রাজি না হওয়ায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে মিরপুর-১ এর ডি ব্লকে নিহত ব্যবসায়ী ফারুকের বাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় একদল চাঁদাবাজ দীর্ঘদিন ধরে ফারুকের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় স্থানীয় কিশোর গ্যাং এর ৮-১০ জন সদস্য তার ওপর হামলা চালায়। এ সময় বুকে ব্যাথা অনুভব করলে তাকে উদ্ধার করে মিরপুর হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফারুক মিরপুরে টায়ারের ব্যবসা করতেন।

পুলিশ বলছে, এ ঘটনায় অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ী ফারুকের মৃত্যুর ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।

Link copied!