• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সিলেটের নবনির্বাচিত মেয়র


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৫, ২০২৩, ০২:৫৮ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সিলেটের নবনির্বাচিত মেয়র

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

রোববার (২৫ জুন) সকালে গণভবনে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় মেয়রের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিপুল ভোটে জয়লাভ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!