• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

ভক্তদের টাকায় বিয়ে করেছি : মাদানী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ০৫:০১ পিএম
ভক্তদের টাকায় বিয়ে করেছি : মাদানী
এখানে বসেই বিয়ে করেন রফিকুল ইসলাম মাদানীর। ছবি : সংগৃহীত ভিডিও থেকে নেওয়া

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তির ১০ দিনের মাথায় বিয়ে করেছেন বলে জানিয়েছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। তিনি বলেছেন, “আমি জেল থেকে মুক্তি পেয়ে ১০ দিন পরেই বিয়ে করেছি। আমার বিয়েতে খরচ হয়েছে দশ লাখ টাকা। ওয়ালিমা, মোহরানা বাবদ এই খরচ হয়েছে। এসব খরচ করার সামর্থ্য আমার ছিল না। সব আমার ভক্তরা দিয়েছেন।”

সম্প্রতি এক ওয়াজ মাহফিলে বিয়ের বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।

গত ৪ নভেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে মুক্ত হন রফিকুল ইসলাম মাদানী।

এর আগে, রফিকুল ইসলাম মাদানী ভবিষ্যতে রাষ্ট্র ও দেশের প্রচলিত আইনবিরোধী ও জনমনে সংঘাতের সৃষ্টি করে, এমন বক্তব্য দেবেন না বলে মুচলেকা দিয়েছেন। পরে আদালত তাকে জামিন দেন।

২০২১ সালের ৭ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে রফিকুলকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাব। এরপর ৮ এপ্রিল মাদানীর নামে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন র‌্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক। এরপর গাজীপুরের বাসন ও রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়।

সূত্র : আমাদের সময়

Link copied!