• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

এলডিপির চার দিনের কর্মসূচি ঘোষণা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৪:৫৯ পিএম
এলডিপির চার দিনের কর্মসূচি ঘোষণা

এক দফার যুগপৎ আন্দোলনে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আগামী ২২, ২৫, ২৭ সেপ্টেম্বর ও ২ অক্টোবর বিকেল ৩টায় রাজধানীতে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়াম বৈঠক শেষে দলটির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ এ কর্মসূচি ঘোষণা করেন।

দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা প্রত্যাহার ও ফরমায়েশি সাজা বাতিল এবং খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করবে এলডিপি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!