• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

বৃষ্টিপাত নিয়ে সর্বশেষ বার্তায় যা জানাল আবহাওয়া অধিদপ্তর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ১১:০৩ এএম
বৃষ্টিপাত নিয়ে সর্বশেষ বার্তায় যা জানাল আবহাওয়া অধিদপ্তর

দেশের কোথাও কোথাও আজ সামান্য বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর স্থল নিম্নচাপটি ভারতের গাঙ্গেয় এলাকা হয়ে আরও দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এ অবস্থায় ঢাকায় আর ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

এ আবহাওয়াবিদ আরও বলেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ আশপাশের এলাকায় বৃষ্টিপাত কমে আসছে। আজ কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা কম।
ঢাকায় রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।

মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, খুলনা, যশোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুরে এখনো ভারি বৃষ্টিপাত হচ্ছে।

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সাগর এখনো উত্তাল জানিয়ে তিনি বলেন, ফলে সমুদ্র বন্দর এলাকায় তিন নম্বর এবং অভ্যন্তরীণ নদীবন্দর এলাকায় এক নম্বর সতর্ক সংকেত বহাল আছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!