• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

রাজধানীতে শ্রমিক লীগ নেতা গুলিবিদ্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩, ০৭:২৮ পিএম
রাজধানীতে শ্রমিক লীগ নেতা গুলিবিদ্ধ

রাজধানীর শান্তিনগরে মানিক (৪৫) নামে এক পরিবহন শ্রমিক লীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে কর্ণফুলী গার্ডেন সিটির পাশের গলিতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা সাবেক শ্রমিক লীগ নেতা ইসমাইল হোসেন বাচ্চু বলেন, “মানিক শান্তিনগর কর্ণফুলী গার্ডেন সিটি ও হাবিবুল্লাহ বাহার কলেজের পাশের রোড দিয়ে মালিবাগের দিকে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে আহত হন। পরে তাকে হাসপাতালে আনা হয়।”

তিনি আরও বলেন, “তিনি পরিবহন শ্রমিক লীগের সাবেক নেতা ছিলেন। কে বা কারা তাকে গুলি করেছে তা বলতে পারছি না।”

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, এক্সরে রিপোর্টে দেখা যাচ্ছে, তার বুকের বাম পাশে গুলি ঢুকে পেছন দিয়ে বের হয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার ওসি আবুল হাসান বলেন, “ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!