• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৪, ০৮:৪৭ পিএম
খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ফটো

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়েছিল। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে আবারও কেবিনে আনা হয়েছে।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এজেএম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন বলেন, “খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল। পরে আবারও কেবিনে নেওয়া হয়েছে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল।”

দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সিরোসিসহ নানা রোগে ভুগছেন খালেদা জিয়া।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে বহুবার আবেদন করা হলেও অনুমতি মেলেনি। এ পরিস্থিতিতে গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেত্রীর রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!