• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭
যুবলীগের মহাসমাবেশ

খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন যুবলীগকর্মীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২, ১২:৩৩ পিএম
খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন যুবলীগকর্মীরা

আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে আজ (১১ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে সংগঠনটি। সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সমাবেশটি শুরু হবে বেলা আড়াইটায়। সকাল থেকে মহাসমাবেশে যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জরো হচ্ছেন যুবলীগের নেতাকর্মীরা।

যুব মহাসমাবেশের সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হবে বলে জানান যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যুব মহাসমাবেশকে সফল করতে মোট ১০টি উপকমিটি করার কথা জানানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশস্থলে প্রবেশের জন্য পাঁচটি গেট করা হয়েছে।

যুবলীগের চেয়ারম্যান বলেন, “দক্ষিণ এশিয়ার বৃহত্তম যুব সংগঠন আওয়ামী যুবলীগ দেশের যেকোনো সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা চালাচ্ছে।”

শেখ ফজলে শামস আরও বলেন, যুবলীগের নেতা-কর্মীরা ১১ নভেম্বরের পর থেকে বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবিলা করতে রাজপথে থাকবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!