• ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল-রুপা গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০৬:৫২ পিএম
হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল-রুপা গ্রেপ্তার
শাকিল আহমেদ ও ফারজানা রুপা। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় সাংবাদিক দম্পতি একাত্তর টিভির চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপনডেন্ট ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (২১ আগস্ট) তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।

তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ওবায়দুর রহমান।

ওবায়দুর রহমান বলেন, “শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে উত্তরা পূর্ব থানার মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। বিদেশে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে।

গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট ২০২৪ থেকে শাকিল আহমেদ হেড অব নিউজ, ফারজানা রুপা প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!