• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৪, ১২:০৯ পিএম
ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত
ভারতীয় ভিসা। ছবি : সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালুর লক্ষ্যে ভারত কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

সোমবার (৪ মার্চ) চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে বাণিজ্য গতিশীল করতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এই তথ্য দেন।


সহকারী হাইকমিশনার মনোজ কুমার আরও বলেন, বিশ্বব্যাপী ভারত যে পরিমাণ ভিসা ইস্যু করে তার বেশির ভাগই বাংলাদেশি নাগরিকদের জন্য। এ অবস্থায় অন-অ্যারাইভাল ভিসা বা ভিসা ইস্যু সহজীকরণ অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ও ভারত এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানান তিনি।

এ ছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতেও কাজ চলছে বলে জানান মনোজ কুমার। বাণিজ্য ঘাটতি কমে গেলে ভারতীয় মুদ্রায় পণ্য আমদানি সহজ হবে বলে জানান তিনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!