• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হচ্ছে : এনবিআর চেয়ারম্যান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৬:২৮ পিএম
আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হচ্ছে : এনবিআর চেয়ারম্যান
প্রতীকী ছবি

আগামী বছরের জুলাই থেকে ব্যক্তি শ্রেণির আয়করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজস্ব বোর্ডের মিলনায়তনে শুল্কের আধুনিকায়নে ৪ বছরের কৌশলগত পরিকল্পনা ও বাণিজ্য সহজীকরণে আমদানি-রপ্তানি হাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান খান বলেন, “অনলাইন রিটার্ন জমা দেওয়ার সমস্যাগুলো যাচাই-বাছাই করে সেগুলোর সমাধান করা হবে। একই সঙ্গে করপোরেট ট্যাক্স অনলাইনে দেয়া যাবে।”

তবে এর আগে অনলাইনে কর দেওয়ার সকল সমস্যা সমাধান করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!