• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
নিহত বেড়ে ২২ জন

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলাকারীর পরিচয় শনাক্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩, ০৯:৫০ এএম
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলাকারীর পরিচয় শনাক্ত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে মেইন অঙ্গরাজ্যের লুইস্টন শহরে বন্দুক হামলায় নিহত বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৫০ থেকে ৬০ জন। এ ঘটনায় হামলা চালানো সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় জানিয়েছে পুলিশ। তার নাম রবার্ট কার্ড। তিনি এখনো পলাতক।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

মেইনের পুলিশ জানিয়েছে, রবার্টের জন্ম ১৯৮৩ সালের ৪ এপ্রিল। বুধবার (২৫ অক্টোবর) রাতে লুইস্টনের একাধিক জায়গায় বন্দুক হামলার ঘটনায় তিনি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে রবার্টকে ‘সশস্ত্র এবং বিপজ্জনক’ উল্লেখ করে বাসিন্দাদের সতর্ক থাকতে এবং তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় পুলিশ এটিকে সক্রিয় ‘শুটার সিচুয়েশন’ হিসেবে উল্লেখ করেছে। এ কারণে শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

লেউইস্টনের সেন্ট্রাল মেইন মেডিকেল সেন্টার এক বিবৃতিতে বলেছে, তারা গোলাগুলির ঘটনায় হতাহত বহু মানুষকে সেবা দেওয়ার কাজ করছে এবং রোগীদের নিয়ে যাওয়ার জন্য এলাকার অন্য হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয় করছে।

লেউইস্টন এলাকাটি অ্যান্ড্রোসকগিন কাউন্টির অংশ এবং মেইনের বৃহত্তম শহর পোর্টল্যান্ড থেকে এটি প্রায় ৩৫ মাইল (৫৬ কিলোমিটার) উত্তরে অবস্থিত।

লেউইস্টন পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে দ্য সান জার্নাল তিনটি পৃথক ব্যবসা প্রতিষ্ঠানে বন্দুক হামলা হওয়ার খবর দিয়েছে। এগুলো হচ্ছে স্পেয়ারটাইম রিক্রিয়েশন, স্কিমেনজিস বার অ্যান্ড গ্রিল রেস্তোরাঁ এবং ওয়ালমার্টের একটি বিতরণ কেন্দ্র।

ওয়াশিংটনে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, “প্রেসিডেন্ট জো বাইডেনকে এই বন্দুক হামলার বিষয়ে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।”

Link copied!