• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

‘রূপপুর যারা বন্ধ করতে চায়, তাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেব’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩, ০৭:২৮ পিএম
‘রূপপুর যারা বন্ধ করতে চায়, তাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেব’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যারা বন্ধ করতে চায়, তাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, “জানুয়ারিতে ভোট হবে, ভোট হবে, খেলা হবে। খেলা ছাড়া উপায় নেই। বিএনপির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে, স্বৈরাচার এবং ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে সারা বাংলায়।”

সেতুমন্ত্রী আরও বলেন, “ফখরুল কি বলেন, ঢাকা অচল করে দেবেন। ঢাকাবাসী বিএনপিকে অচল করে দেবে। বিএনপি নিজেই অচল হয়ে যাবে।”

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। ইউরেনিয়ামের দুটি চালান এসে গেছে। পুতিন ইউরেনিয়াম হস্তান্তর করেছেন। ফখরুল-মঈনের অন্তরে জ্বালা।”

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এ মান্নান কচির সঞ্চালনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

Link copied!