• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
গুলিস্তানে বিস্ফোরণ

অনাগত সন্তানকে দেখে যেতে পারলেন না আজম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ০৩:৪০ পিএম
অনাগত সন্তানকে দেখে যেতে পারলেন না আজম

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় মির্জা আজম (৩৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

মির্জা আজম পটুয়াখালীর বগা এলাকার শাজাহান মিয়ার ছেলে।  

জানা গেছে, মির্জা আজম সিদ্দিকবাজারে ‘বাংলাদেশ সেনেটারি’ নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঘটনার সময় দোকানেই ছিলেন। বিস্ফোরণের পর তিনি দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিলেন।

নিহতের মামা বাবুল আক্তার জানান, আজম স্ত্রী ও এক ছেলেকে নিয়ে মগবাজারের মধুবাগ এলাকায় একটি বাসায় থাকতেন। তবে তার স্ত্রী এক দেড় মাসের অন্তঃসত্ত্বা।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, মির্জা আজমের শরীরে ৮০ শতাংশ পোড়া ছিল। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Link copied!