বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করতে গিয়ে মামলা করেননি কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি সাংবাদিকদের জানান, রিজভিকে তিনি ‘মাফ’ করে দিয়েছেন।
সোমবার (৭ আগস্ট) দুপুর ১২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যান হিরো আলম।
হিরো আলম বলেন, “মানুষ মাত্রই ভুল হয়। তিনি আমার বাবার বয়সী। তাকে মাফ করে দেওয়া হোক।”
হিরো আলম আরও বলেন, “আজকে মামলা করার উদ্দেশ্য ছিল, আমাকে যেন কেউ গালিগালাজ না করে। ভবিষ্যতে কেউ যদি এমন করে আমি একজনকেও ছাড় দেব না।”
এদিকে হিরো আলমের আইনজীবী আবদুল্লাহ আল মনসুর রিপন দাবি করেছেন, রিজভীর বিরুদ্ধে মামলা করেছেন তারা। এ সময় বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন আদালত।