• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কারাগারে হাজি সেলিমের ছেলে সোলাইমান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৪:৩১ পিএম
কারাগারে হাজি সেলিমের ছেলে সোলাইমান

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলাইমান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনায়েদ এ আদেশ দেন।

এর আগে বুধবার (১৩ নভেম্বর) গুলশানের একটি বাসা থেকে সোলাইমান সেলিমকে আটক করে পুলিশ। পরে পুরান ঢাকার চুড়িহাট্টায় রাকিব হাওলাদার (১৬) নামে এক কিশোর হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন বলেন, চকবাজার থানার একটি হত্যা মামলায় সোলাইমান এজাহারভুক্ত আসামি। তিনি গুলশানে এক আত্মীয়র বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সোয়া ১টার দিকে চকবাজার থানা-পুলিশ সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সোলাইমান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। তিনি হাজী সেলিমের বড় ছেলে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১ সেপ্টেম্বর হাজী সেলিমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে তিনিও কারাগারে আছেন।

Link copied!