• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

এক দিনের ব্যবধানে কমলো সোনার দাম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪, ০৬:০৩ পিএম
এক দিনের ব্যবধানে কমলো সোনার দাম
সোনার দোকান। ছবি : সংগৃহীত

এক দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম ভরিতে এক হাজার ১৬৭ থেকে এক হাজার ৭৫০ টাকা পর্যন্ত কমেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে নতুন দামে বিক্রি হবে এই ধাতু।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)।

বাজুসের নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে এক লাখ ১০ হাজার ৬৯১ টাকা। ভরিতে দাম কমেছে এক হাজার ৭৫০ টাকা। ২১ ক্যারেটের ভরিতে এক হাজার ৬৩৩ টাকা কমে দাম হয়েছে এক লাখ ৫ হাজার ৬৭৬ টাকা। ১৮ ক্যারেটের ভরির দাম ধরা হয়েছে ৯০ হাজার ৫৭১ টাকা। এ মানের সোনার ভরিতে দাম কমেছে এক হাজার ৪৫৮ টাকা। আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম পড়বে ৭৫ হাজার ৪৬৬ টাকা। দাম কমেছে এক হাজার ১৬৭ টাকা।

এদিকে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি দুই হাজার ১০০ টাকা। ২১ ক্যারেটের ভরি দুই হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতিতে রুপার ভরির দাম রয়েছে এক হাজার ২৮৩ টাকা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!