• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

একসঙ্গে বাড়ল সোনা-রুপার দাম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩, ০৮:০৮ পিএম
একসঙ্গে বাড়ল সোনা-রুপার দাম
জুয়েলারি দোকান। ছবি : সংগৃহীত

দেশের বাজারে গত ১৩ দিনের ব্যবধানে সোনার দাম আবারও বেড়েছে। সবচেয়ে ভালো মানের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে এক লাখ ৯ হাজার ২৯১ টাকা। সোনার দামের সঙ্গে রুপার দামও ভরিতে ৩৮৫ টাকা বাড়িয়ে দুই হাজার ৯৯ টাকা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) থেকে এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (১৮ ডিসেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯ হাজার ২৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে এক লাখ ৪ হাজার ৩৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৮৯ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮১৭ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ৫৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২২ ক্যারেটের এক ভরি রুপা ৩৮৫ টাকা বাড়িয়ে দুই হাজার ৯৯ টাকা করা হয়েছে। ২১ ক্যারেট রুপা ৩৭৪ টাকা বাড়িয়ে দুই হাজার ছয় টাকা, ১৮ ক্যারেট ৩১৪ টাকা বাড়িয়ে এক হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২৩৩ বাড়িয়ে এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Link copied!