• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ১ জ্বিলকদ ১৪৪৫

চার প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০১:৩৭ পিএম
চার প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি

ভারতসহ একাধিক দেশ থেকে চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চার প্রতিষ্ঠানকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) এ অনুমতি দেওয়া হয়।

অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো টাইগার ট্রেডিং, অর্নব ট্রেডিং লিমিটেড, মেসার্স মীম এন্টারপ্রাইজ ও প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স।

প্রতিটি প্রতিষ্ঠান এক কোটি করে ডিম আমদানি করতে পারবে।

এর আগে গত বছর ৫১ কোটি ডিম আমদানির অনুমতি চেয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেন আমদানিকারকরা।

সম্প্রতি ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করেছে সরকার। এখন থেকে খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম পড়বে ১২ টাকা। একই সঙ্গে দাম নিয়ন্ত্রণে রাখতে ডিম আমদানির অনুমতি দেওয়া কথাও বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

Link copied!