সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি আবদুর রউফ (৯২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার একান্ত সহকারী তাওহিদ এ তথ্য নিশ্চিত করে জানান, বিচারপতি রউফ দীর্ঘ দুই মাস ধরে অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ প্রথমবারের মতো তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে।
এরপর বিচারপতি সুলতান হোসেন খান সরে দাঁড়ালে বিচারপতি আবদুর রউফ সিইসি হিসেবে দায়িত্ব নেন।
তিনি দায়িত্ব নেওয়ার কিছুদিন পর নির্বাচন কমিশনার আমিনুর রহমান খান পদত্যাগ করলে তার জায়গায় বিচারপতি সৈয়দ মিছবাহ উদ্দিন হোসেন আসেন। আগের কমিশনার বিচারপতি নঈম উদ্দিন আহমেদও নতুন কমিশনের অংশ ছিলেন।
১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে বিএনপি ১৪০ ও আওয়ামী লীগ ৮৮ আসন পায়।
বিচারপতি আবদুর রউফের নেতৃত্বাধীন কমিশন নির্বাচনী আইনে ব্যাপক সংস্কার আনে এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) অধ্যাদেশ জারি করে।
এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করায় তার কমিশন প্রশংসিত হয়। তবে ১৯৯৪ সালে বিএনপি সরকারের শাসনামলে মাগুরা উপনির্বাচন নিয়ে বিতর্কিত হন তিনি।
পরে নিজের মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই সিইসির পদ ছেড়ে বিচার বিভাগে ফিরে যান।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























