• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

জানা গেল কখন চালু হবে মেট্রোরেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৪:২২ পিএম
জানা গেল কখন চালু হবে মেট্রোরেল
ছবি : সংগৃহীত

মেট্রোরেল লাইনে চিহ্নিত হওয়া ত্রুটি সমাধানের কাজ চলছে জানিয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, বিকাল চারটার কাছাকাছি সময়ে চলাচল স্বাভাবিক করা যাবে বলে আশা করছেন তারা।

ভায়াডাক্ট প্যাড সরে যাওয়ার বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়। এখন নতুন প্যাড বসানোর কাজ চলছে, জানান আবদুর রউফ।

আবদুর রউফ বিবিসি বাংলাকে জানান, ত্রুটি বড় না হলেও, তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় ঝুঁকি এড়ানো গেছে।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে মতিঝিল-আগারগাঁও অংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে ভেরিফায়েড ফেসবুক পেজে জানায় মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!