• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

মহাখালীতে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ আরও একজনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩, ০৮:৪২ এএম
মহাখালীতে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ আরও একজনের মৃত্যু
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট। ফাইল ফটো

রাজধানীর মহাখালীর রয়েল পেট্রলপাম্প ফিলিংস্টেশনে গ্যাস পাইপের বিস্ফোরণে মো. সালাউদ্দিন (৪০) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। এ ঘটনায় এর আগেও একজনের মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, মহাখালীর বিস্ফোরণের ঘটনায় মো. সালাউদ্দিন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন রাত ৯ টার দিকে মৃত্যুবরণ করেন।

তার শরীরে ৬৫ শতাংশ দগ্ধ ছিল বলেও জানানো হয়েছে। এ ঘটনায় একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও এখনো চিকিৎসা নিচ্ছেন পাঁচজন।

এর আগে বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে মহাখালীর রয়েল পেট্রল পাম্প ফিলিংস্টেশনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের  তিনটি ইউনিট আধা ঘণ্টার বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক সেখান থেকে ৮ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!