• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মুহররম ১৪৪৬

‘সবাইকে এক হয়ে কাজ করতে হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২২, ০৪:০৬ পিএম
‘সবাইকে এক হয়ে কাজ করতে হবে’

দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, “আমাদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে বুকে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এ ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না।”

শুক্রবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সভায় তিনি এ সব কথা বলেন।

বর্তমান দেশের অনেক পরিবর্তন হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “একটা স্থাপনা তৈরির মাধ্যমে দেশের অনেক ট্রান্সফর্মেশন হয়েছে। আরেকটি ট্রান্সফর্মেশন হচ্ছে নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর হয়ে। সমসাময়িক পুরো বিশ্বে যে সংকট দেখা দিয়েছে, সরকার সে সংকটের খুব দ্রুতই উত্তরণ ঘটাতে পারবে।”

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করে দেশের উন্নয়নকে পিছিয়ে ফেলা হয়েছে উল্লেখ করে ফরহাদ হোসেন বলেন, “দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করেছিল সে সময়, দেশকে পিছিয়ে রাখার জন্য। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুন্দর ও সমৃদ্ধশালী সোনার বাংলা উপহার দিতে চাই।” 

Link copied!