• ঢাকা
  • বুধবার, ২২ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,

‘বায়ুদূষণ কমাতে প্রকল্পের আশায় বসে থাকলে চলবে না’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৭:১১ পিএম
‘বায়ুদূষণ কমাতে প্রকল্পের আশায় বসে থাকলে চলবে না’
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

বায়ুদূষণ রোধে গৃহীত ‘বেস্ট’ (BEST) প্রকল্পকে সবচাইতে সফল প্রকল্পে পরিণত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেছেন, “বায়ুদূষণ কমাতে শুধু প্রকল্পের আশায় বসে থাকলে চলবে না। জনস্বাস্থ্য বিবেচনায় প্রয়োজনে সরকারের অর্থায়নে বায়ুদূষণ রোধে কাজ করতে হবে।”

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরে ‘এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (BEST)’ প্রকল্প বিষয়ে আয়োজিত এক পরামর্শক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনগণের অর্থে নেওয়া প্রকল্পের টাকা যেন নষ্ট না হয়, সেদিকে নজর আরও বাড়াতে হবে বলে জানান সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, “নির্ধারিত সময়ে বাজেটের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। দেশের দূষণ রোধে  প্রকল্পের গুণগত লক্ষ্য যাতে অর্জিত হয় তা নিশ্চিত করতে হবে।”

পরিবেশমন্ত্রী বলেন, “এ প্রকল্পকে সফল করতে প্রকল্পের চারটি কম্পোনেন্ট বাস্তবায়নকারী পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক, বিআরটিএ এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটিকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।” 

Link copied!