• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

‘আল্লাহর ওয়াস্তে ভিডিও না করে পানির ব্যবস্থা করুন’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩, ০২:০১ পিএম
‘আল্লাহর ওয়াস্তে ভিডিও না করে পানির ব্যবস্থা করুন’

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করেছে। তবে পানির চাপ কম থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ভোগান্তিতে পড়েন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে সকাল থেকেই ঘটনাস্থলে ভিড় করছেন উৎসুক জনতা। তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন। সেখানে উপস্থিত একজন নারীকে বলতে শোনা যায়, “আল্লাহর ওয়াস্তে ভিডিও না করে পানির ব্যবস্থা করুন।”

ফায়ার ফাইটার আলতাফ হোসেন জানান, উৎসুক জনতার জন্য কাজ করা কঠিন হয়ে পড়ে। তাদের জন্য ব্যবসায়ীরা মালামালও সরাতে পারছিলেন না।

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্য মাহমুদ বলেন, “আমরা চেষ্টা করেছি উৎসুক জনতাকে সরিয়ে দিতে। তাদের জন্য কাজ করা কঠিন হয়ে পড়ে।”

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সবশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও মালামাল পুড়ে ব্যবসায়ীদের ব্যাপক লোকসান হয়েছে।

Link copied!