• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রিজভীর বিরুদ্ধে মানহানির মামলা হিরো আলমের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩, ০১:১৫ পিএম
রিজভীর বিরুদ্ধে মানহানির মামলা হিরো আলমের
হিরো আলম (ছবি : সংগৃহীত)

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

সোমবার (৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে তিনি এই মামলা করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হিরো আলমের আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর রিপন। তিনি বলেন, মামলাটি তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের আদেশ দিয়েছেন আদালত।

মামলায় হিরো আলম অভিযোগ করেছেন, তাকে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মানহানিকর বক্তব্য দিয়েছেন। মামলার আরজিতে রুহুল কবির রিজভীর বক্তব্য তুলে ধরা হয়েছে। বক্তব্য প্রদানকালে তিনি বলেন, ‘হিরো আলমের মতো একটা অর্ধ পাগল, অর্ধ শিক্ষিত, একটা লোক, সে নির্বাচন করছে, মানে রুচি কতটা বিকৃত হলে পরে এরা এ কাজ করতে পারে।’

এদিকে দুপুরে হিরো আলম সাংবাদিকদের জানান, তিনি রিজভীর বিরুদ্ধে মামলা করেননি। তাতে মাফ করে দেওয়ার জন্য বলেছেন। তবে ভবিষ্যতে কেউ যদি তাকে অপমান করে কথা বলে, তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। 

Link copied!