• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

প্রধানমন্ত্রীকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৪, ০২:৫২ পিএম
প্রধানমন্ত্রীকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কেসি। ফাইল ছবি

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনেওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কেসি।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন। কমনওয়েলথ সচিবালয় জাতীয় অগ্রাধিকার অর্জনে বাংলাদেশের সঙ্গে অংশিদারিত্ব অব্যাহত রাখতে প্রস্তুত এবং বাংলাদেশের জনগণ ও কমনওয়েলথ পরিবারের সকল সদস্যের জন্য শেখ হাসিনার সঙ্গে কাজ করতে উম্মুখ।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৯৯টি আসনে।

বাংলাদেশ আওয়ামী লীগ ২২২টি আসনে, জাতীয় পার্টি ১১টি আসনে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পেয়েছে। 

নির্বাচনে একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি। এরই মধ্যে নির্বাচন (ইসি) কমিশন আজ বুধবার (১০ জানুয়ারি) ২৯৮ জন সংসদ সদস্যের তালিকাসহ গেজেট প্রকাশ করেছে। সূত্র-বাসস

Link copied!